Saturday, December 29, 2012

symphony W25 রুটিং প্রোসেস, ১০০ % ওয়ার্কিং।

আচ্ছালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?   W25 রুট করার ব্যাপারে অনেকেই হতাশ!! আবার কেউ কেউ এক্সডিএ'র প্রোসেস ফলো করে সাক্সেসফুল হয়েছে। আবার কেউ মনে হয় ভয়ও পেয়েছে। আ্মিও  ভয় পেয়েছিলাম। এখন আর ভয় পাওয়ার কোন  কারন নেই।কারন  আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজ একটা পদ্ধতি।
এ জন্য আপনাকে খুব ছোট  একটা  ফাইল ডাউনলোড করতে হবে। ফাইলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সাইয মাত্র ৮.৫৫ এমবি। zip আনপ্যাক করুন। এখানে আপনি Driver ও  recovery নামে দুটি ফোল্ডার পাবেন। এবং root.zip ও  unroot.zip নামে দুটি ফাইল পাবেন। এগুলি সব আপনার ডেস্কটপে রাখুন।root.zip ও  unroot.zip ফাইল দুটি কিন্তু আনপ্যাক করবে না।

*এবার আপনার পিছিতে ড্রাইভার ইনস্টল করার পালা।  আসলে অনেকেই সঠিক ভাবে ড্রাইভার  ইনস্টল করতে পারে না বিধায় ফেইল্ড হয়। শুরুতে আপনার পিছি থেকে সব ধরনের পিছি সুইট এবং ড্রাইভার আনইনস্টল করে নিন।এখন মোবাইলে USB debugging mode অন করেনিন।USB debugging mode অন করতে আপনার ফোনে settings>application>Development> USB debugging mode বক্সে টিক দিন।    এবার আপনার ফোনটি পাওয়ার অফ করুন। এখন power button + volume up button প্রেস করে রাখুন। যখন গ্রীন স্ক্রীন আসবে তখন ছেরে দিন। নিচের ছবি দুটি  দেখুন।

                                                                  এভাবে প্রেস করুন।
                                                            এভাবে গ্রীন স্ক্রীন আসবে।
*এখন USB ক্যাবল দিয়ে ফোনটি পিছির সাথে কানেক্ট করুন। পিছি device driver was not successfully installed  দেখাবে।
এখন আপনি পিছিতে start>control panel>device manager এ যান। নিচের ছবিটি দেখুন।
*এখানে আপনি কিছু Tianyu HSUSB device নামে এরোর পোরট দেখতে পাবেন। নিচের চবিটি দেখুন।
*এখন এই এরোর পোরটের উপরে রাইট ক্লিক করে update driver software সিলেক্ট করুন।এবার একটি উইন্ডো আসবে। এখান থেকে দিতীয় অপশনটি সিলেক্ট করুন।অরথাত Browser My Computer For Driver Software সিলেক্ট করুন।
এবার একটি নতুন উইন্ডো আসবে। এখান থেকে Browse করে ডেক্সটপে রাখা Driver ফোল্ডারটি সিলেক্ট করে ওকে করুন।  নিচে দেখুন।


                                                                 
 Driver install হতে একটু সময় নিবে। যদি নিচের ছবির মতো আসে তাহলে দিতীয় অপশন সিলেক্ট করুন।অরথাত install this driver softer anyway সিলেক্ট করুন। এটি নাও আসতে পারে।

* ইন্সটল হয়ার পর  এরোর পোরট টি আর দেখাবে না।                                                               
*এভাবে সকল এরোর পোরটের উপর রাইট ক্লিক করে ড্রাইভার ফোল্ডার সিলেক্ট করে  ইনস্টল করে নিন।
*সব ড্রাইভার ইন্সটল হলে  পিছি থেকে ক্যাবলটি খুলুন একটু পরে আবার লাগিয়ে নিন। এ কাজটি গ্রীন স্ক্রীন থাকা অবস্থায়ই করবেন। কোন রকম পরিবরতন করতে হবে না।
* এবার আপনার পিছি দেখাবে Device Driver Was succesfully Installed.
                                             

                                                 * এখন CWMr ইনস্টল করার পালা *
* আপনার ডেস্কটপে রাখা   recovery ফোল্ডারটি ওপেন করুন। এখন   Click to Flash Recovery.bat ফাইল্টিতে ডাবল ক্লিক করুন। একটি command prompt  চালু হবে। এখানে আপনার  সেটের নাম এবং মডেল শো করবে। যে কোন কি প্রেস করুন। এখন আপনার সেটটি reboot হবে। অপেক্ষা করুন।        
*reboot   হলেই বুঝবেন যে আপনার সেটে CWMr     install   হয়েছে।
*এখন root.zip ফাইলটি মেমরি কারডে কপি করুন। কোনো ফোল্ডারে কপি করবেন না।সরাসরি মেমরিতে কপি করুন।
*এখন পাওয়ার অফ করুন।আবার volume up button + power button প্রেস করে ধরে রাখুন। যখন গ্রীন স্ক্রীন আসবে তখনও ধরে রাখুন। একসয় দেখবেন লাল স্ক্রীন আসবে।তখন ছেরে দিন। নিচের ছবিটি দেখুন।                                      
                                                                
                                                                    এভাবে আসবে
*এখন আপনার সেটে recovery mode অন হবে।নিচের ছবি দেখুন।
                                                                    রিকভারি মুড
এসময় টাচ ব্যাবহার করা যাবে না। ভলিউম আপ/ডাউন বাটন প্রেস করে উপরে/নিচে নামতে হবে।এবং পাওয়ার বাটন প্রেস করে কোন কিছু সিলেক্ট করতে হবে।[ পুরবে যে recoveryছিলো এটা দিয়ে কোনো কিছু সিলেক্ট করতে হলে পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখতে হতো। কিন্তু এখন আর ধরে রাখতে হবে না।শুধু    প্রেস করে ছেড়ে দিলেই হবে]
*রিকভারী মেনু থেকে install zip from sd card সিলেক্ট করুন।সিলেক্ট করতে পাওয়ার বাটন প্রেস করুন।
*এবার choose zip from sdcard   সিলেক্ট করুন।
*এখন আপনার মেমরিতে রাখা সকল ফোল্ডার দেখতে পাবেন।ভলিউম ডাউন বাটন প্রেস করে নিচে নামুন। ফোল্ডারের নিচে root.zip ফাইলটি দেখতে পাবেন।
*এবার root.zip ফাইলটি সিলেক্ট করুন।  yes সিলেক্ট করুন। এটি ইনস্টাল হবে কিছু সময় অপেক্ষা করুন।
* install complete লেখা আসবে। এখন সার্চ বাটন প্রেস করে ব্যাক করুন।
*এবার reboot system now  সিলেক্ট করুন।
*এবার সেট অন হলে  দেখবেন আপনার সেটে  superSU  নামে একটি এপ্লিকেশন দেখা যাচ্ছে।
      **আনরুট করতে এভাবে unroot.zip   sd  card    এ রেখে ইনস্টল করুন**         

                                                            * ব্যাস,  রুটিং কমপ্লিট* 
বিদ্রঃএকই পদ্ধতিতে ওয়ালটন প্রিমোও রুট করা যাবে। কিন্তু আমি ট্রাই করিনি তাই শিরনামে উল্লেখ করলাম না।
                                 **এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্থ হলে লেখক দায়ী থাকবে না**                       

1 comment:

  1. ami onno ekta jaiga theke root ebong upgrade korecilam. kintu system app gula delete hoye giye cilo. ekhon ki ami ai poddothi te unroot korle kono somssa hobe? janabn please

    ReplyDelete